Wednesday, 18 July 2018

 

নারিশের আয়োজনে POULTRY & LIVESTOCK NIGHT’2017 অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় পোলট্রি ও প্রাণিসম্পদ সেক্টরের সংশ্লিষ্টদের নিয়ে এক গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোলট্রি শিল্প প্রতিষ্ঠান নারিশ পোলট্রি এন্ড হ্যচারিজ লি:।

রাজধানীর উত্তরায় নারিশ পোলট্রির ম্যানেজিং ডিরেক্টর জনাব নাজমুল আহসান খালেদের নিজ বাসভবনে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানে আগত মেহমানদের স্বাগত জানান জনাব নাজমুল আহসান খালেদ, নারিশ পোলট্রির ডিরেক্টর ও দি ওয়ার্ল্ডস্ পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ (WPSA-BB) শাখার সভাপতি আলহাজ্জ জনাব শামসুল আরেফিন খালেদ (অঞ্জন), নারিশ পোলট্রির পরিচালকবৃন্দসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

গেট টুগেদার অনুষ্ঠানে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিজ্ঞানী ও গবেষক, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনে, ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি), এ্যানিমেল হেলথ্ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB), ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ (FIAB) এর নেতৃবৃন্দ সহ পোলট্রি ও প্রাণিসম্পদ সেক্টরের সেক্টরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কোম্পানীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ যোগ দেন।

পরে সকলে মিলে নৈশভোজে অংশ নেন।