Tuesday, 17 July 2018

 

ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি সদস্যপদ অর্জন করলো বাংলাদেশ

এগ্রিলাইফ২৪ ডটকম:ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটির (ICAC) সদস্যপদ অর্জন করলো বাংলাদেশ। এ প্রসঙ্গে ICAC এর নির্বাহী পরিচালক Jose Sette বলেন," বাংলাদেশ ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে অন্তভূক্ত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

ICAC এর নির্বাহী পরিচালক Jose Sette আরো বলেন সম্প্রতি বিশ্ব তুলা বাজারে বাংলাদেশর গুরুত্ব উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বাংলাদেশ এখন বিশ্বের বৃহত্তম তুলা আমদানীকারক দেশ। দেশের সর্বোচ্চ অর্থনীতির খাত বাংলাদেশের পোশাক শিল্পে কাচাঁমাল হিসেবে তুলার রয়েছে অনবদ্য অবদান।