Saturday, 18 August 2018

 

মৎস্য সম্পদ উন্নয়নে লাগসই প্রযুক্তি গ্রহণ করার আহবান

বাকৃবি প্রতিনিধি:কৃষির উন্নয়ন ব্যতিত প্রবৃদ্ধি সম্ভব নয়। আমরা আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আমাদের অনেক সাফল্য, অনেক গবেষণা হচ্ছে এগুলো প্রচার করতে হবে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। মৎস্য গবেষকদের নিরলস পরিশ্রমের ফলেই আজ আমরা মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থান ধওে রাখতে সমর্থ হয়েছি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এজন্য এ সেক্টরের উন্নয়নে লাগসই প্রযুক্তি গ্রহণ করতে হবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত (বিএফআরআই) ‘উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে মৎস্য গবেষণা উনস্টিটিউটের গবেষণা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য এ.এন সামসুদ্দিন আজাদ চৌধুরী।

শনিবার দুপুর ১ টার দিকে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ওই কর্মশালার আয়োজন করা হয়। অনূষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্শ্বিবিদ্যািলয়ের (বাকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএফআরআই এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

এসময় বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য সেক্টরের সাথে সম্পৃক্ত উদ্যোক্তা ও মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার আগে অতিথিবৃন্দ বিএফআরআই এর চলমান গবেষণা কার্যক্রম, বিভিন্ন গবেষণা, মুক্তা গবেষণাগার, কুচিয়া চাষ প্রকল্প, পুকুর কমপ্লেক্স, মিউজিয়াম ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।