Sunday, 24 June 2018

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

এগ্রিাইফ২৪ ডটকম ডেস্ক:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠক কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে  ১৩ জুলাই বৃহস্পতিবার সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস এবং শামছুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর/বিভাগের ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য গৃহীত অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রকল্পগুলো দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়ন করাসহ অধিদপ্তরের শূণ্যপদগুলো দ্রুত পূরণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মৎস্য উন্নয়ণ করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।