Monday, 20 August 2018

 

DAE-মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মহসীন

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি সম্প্রসারণ অধিদফতরের (DAE) মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মোহাম্মদ মহসীন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ০১ ফেব্রুয়ারী'২০১৮ তারিখে কৃষি মন্ত্রনালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে মন্ত্রনালয়ের উপসচিব মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়। মহাপরিচালক হিসেবে নিয়োগের পূর্বে তিনি একই অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইং এর পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে কৃষিবিদ জনাব মোহাম্মদ মহসীন DAE-মহাপরিচালক নিযুক্ত হওয়ায় তাঁর সহকর্মীবৃন্দ, কৃষি পেশাজীবি, বন্ধু-বান্ধব, বিভিন্ন কৃষিবিদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ও কর্মচারীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। সকলেই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেছেন।