এগ্রিলাইফ২৪ ডটকম: আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় 'তথ্য অধিকার সংকটে হাতিয়ার'। স্লোগান হচ্ছে "সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে"  ইউনেস্কো এ বিষয়ে প্রতিপাদ্য নির্ধারণ করেছে, Access to information in times of crisis আর ক্রাইসিস বোঝাতে Wikipedia-তে বলা হয়েছে, A crisis is difficult or dangerous time in which a solution is needed quickly. সমগ্র বিশ্বের মধ্যে সুইডেন প্রথম তথ্য অধিকার নিয়ে কথা বলা শুরু করে। পৃথিবীতে ১২৭ টি দেশ তথ্য অধিকার নিয়ে আইন প্রণয়ন করেছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) সকল PR officials Journalists, Media Person-দের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। গনমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বাপাজস এর সভাপতি মোঃ আবুল কাসেম শিখদার, সাধারণ সম্পাদক  কৃষিবিদ  দীন মোহাম্মদ দীনু বলেন, সঠিক সময়োচিত তথ্য বিস্তরণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা সংকট উত্তরণে সকলকে সহযোগিতা করবে। বাপাজস মনে করে সংকটকালে সঠিক তথ্য পেলে জনগণের মুক্তি মেলে।

British সরকার official secret act করে সরকারী কাজকে জবাবদিহিতার বাইরে রাখে। সময় বদলেছে। ১৯৪৮ সালে জাতিসংঘ Universal Declaration of human rights ঘোষণা করে। Declaration এর ১৯ অনুচ্ছেদে তথ্য অধিকার কথাটি রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে জনগণই সকল ক্ষমতার উৎস কথাটি সংযুক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশে তথ্য অধিকার আইন ২০০৯ সালে চালু হয়; গঠিত হয় তথ্য কমিশন । বিটিভি ছাড়াও ৪৫ টি বেসরকারী টিভি, ২৮ টি FM radio ৩২টি community radio চালু আছে। সারাদেশে ৬৬৮৬ টি digital centers চালু আছে।