Tuesday, 21 August 2018

 

‘জীবনযাপনের জন্য বৃক্ষ, জীবনের জন্য বৃক্ষ’

এগ্রিলাইফ২৪ ডটকম: ‘জীবনযাপনের জন্য বৃক্ষ, জীবনের জন্য বৃক্ষ’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে বাংলাদেশ সেনাবাহিনী রংপুর অঞ্চলের ক্যান্টনমেন্ট, গ্যারিসন ও অন্যান্য স্থাপনায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০১৬’ শুরু হয়েছে।

এই কর্মসূচির আওতায় রংপুর ক্যান্টনমেন্ট, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস (বিইউএসএমএস) ও সৈয়দপুর ক্যান্টনমেন্টে ১০ হাজার ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপণ করা হবে।

রংপুর অঞ্চলের কমান্ডার ও ৬৬ পদাতিক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক রংপুর ক্যান্টনমেন্টের ভেতর চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সিনিয়র সামরিক অফিসার, কমান্ডিং অফিসার, জুনিয়র কমিশনড অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী রংপুর স্টেশনের বিভিন্ন র‌্যাংকের সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

একইভাবে রংপুর অঞ্চলের আওতাধীন বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট আজ সকালে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।-বাসস