Monday, 23 July 2018

 

গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির চারা বিতরণ

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) :বন্যার ক্ষতিপুষিয়ে আগাম লাউ ও শিম উৎপাদনের লক্ষ্যে কৃষকদের উদ্ধুদ্ধ করণের জন্য গোপালপুর উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ২৪ আগস্ট বুধবার সকাল ১১টার দিকে ২শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সবজির চারা বিতরণ করা হয়।

উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে পলিব্যাগে উৎপাদিত উচ্চ ফলনশীল লাউ ও শিমের চারা বিতরনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম, ইউপি সদস্য আবু মো. এনায়েত কবির, কল্পনা রাণীদে, উপ-সহকারি কৃষি অফিসার মোহাম্মদ হামিদুল হক, শফিকুল ইসলাম খান প্রমুখ।