Thursday, 20 September 2018

 

২০ মে টাংগাইলে "লাভজনক লেয়ার পালন ব্যবস্থাপনা" বিষয়ে প্রশিক্ষন কর্মসূচি

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ ফ্যামিলি পোল্ট্রি ডেভেলপমেন্ট সার্ভিসেসের উদ্যোগে আগামী ২০ মে শনিবার, দিনব্যাপি ২০০ লেয়ার খামারীর অংশ গ্রহনে টাংগাইল শহরের ভিক্টোরিয়া ফুড গার্ডেনে লাভজনক লেয়ার পালন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে গত ১২ই মে পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, পোল্ট্রি পেশাজীবি, ডিলার এবং লেয়ার খামার নেতাদের সাথে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্যামিলি পোল্ট্রি ডেভেলপমেন্ট সার্ভিসেসের সিইও এবং বিশিষ্ট পোল্ট্রি কনসালটেন্ট অঞ্জন মজুমদার।

এদিকে এমন একটি সময়োপোযোগী কর্মসূচিকে ঘিরে জেলার লেয়ার খামারীদের মধ্যে ব্যাপক উতসাহের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন প্রান্তিক পর্যায়ের লেয়ার খামারীদের জন্য এমন আয়োজন নি:সন্দেহে ইতিবাচক। এজন্য তারা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সভাটি পরিচালনা করেন অরনিথিনের কর্নধার, পোল্ট্রি কনসালটেন্ট জনাব ডা: অলোক সরকার। সভায় উক্ত কর্মসূচিকে সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।