Tuesday, 17 July 2018

 

গোলাপের কাল দাগ (Black spot) রোগ ও তার প্রতিকারের বিস্তারিত

ড. কে, এম, খালেকুজ্জামান:ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। পৃথিবীর সব দেশেই বিভিন্ন জাতের, বিভিন্ন রংয়ের ফুলের চাষ হয়ে থাকে। আমাদের দেশেও তেমনি প্রায় সব ঋতুতেই ফুল পাওয়া যায়, তবে শীত মৌসুমেই সব চেয়ে বেশী ফুল পাওয়া যায়। গাছের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে সচেতন করতে নিয়মিত লিখে থাকেন বিশিষ্ট এ উদ্ভিদ বিজ্ঞানী। এগ্রিলাইফ২৪ ডটকম পাঠকদের জন্য আজ থাকছে গোলাপের কাল দাগ (Black spot) রোগ ও তার প্রতিকারের বিস্তারিত। ডিপ্লোকারপন রোসি (Diplocarpon rosae) নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে।

রোগের লক্ষণ:

  • রোগাক্রান্ত গাছের পাতার উভয় পৃষ্ঠায় গোলাকার কাল রংয়ের দাগ পড়ে।
  • দাগগুলো একত্রিত হয়ে বড় দাগের সৃষ্টি করে
  • আক্রান্ত গাছের পাতা ঝড়ে গিয়ে গাছ পাতা শুন্য হয়ে যায়
  • কালো দাগ কান্ডেও দেখা যায়।

রোগের প্রতিকার:

  • গাছে সুষম সার প্রয়োগ করতে হবে।
  • গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে খেয়াল করতে হবে
  • গাছের অঙ্গ ছাটাই করতে হবে, যাতে গোড়ায় সুর্যালোক প্রবেশ করে
  • গাছের অঙ্গ ছাটাই করে সেগুলো পুড়ে ফেলতে হবে
  • জমিতে রোগ দেখা দিলে কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) প্রতি লিটার পানিতে ১.৫ গ্রাম হারে অথবা টেবুকোনাজল (যেমন-ফলিকুর ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে গাছে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

===================================
লেখক:-উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই
শিবগঞ্জ, বগুড়া।
Mobile No. 01911-762978; 01558-313632; 01673-632486.
E-mail: ;