Tuesday, 17 July 2018

 

গোলাপের Powdery mildew রোগ ও তার প্রতিকার

ড. কে, এম, খালেকুজ্জামান: বছর জুড়ে ফুলের চাষ হলেও শীত মৌসুমে ফুলের চাহিদা বেড়ে যায়। এসময় বিয়ে-শাদি থেকে শুরু করে নানা উৎসবে মেতে থাকেন সবাই।দেশের কৃষি অর্থনীতিতে এখন ফুল বেশ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। কাজেই ফুল চাষীদের চাষের নানা প্রযুক্তির পাশাপাশি ফুলের রোগ-বালআি সম্পর্কে সজাগ থাকা জরুরী বলে মনে করেন বিশিষ্ট এ উদ্ভিদ বিজ্ঞানী। এগ্রিলাইফ২৪ ডটকম পাঠকদের জন্য আজ থাকছে গোলাপের সাদা গুড়া (Powdery mildew) রোগ ও তার প্রতিকারের বিস্তারিত।

ওইডিয়াম এসপি.(Oidium sp.) নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে। গাছের পরিত্যক্ত অংশে জীবানু বেঁচে থাকতে পারে। আবহাওয়ার আর্দ্রতা বেড়ে গেলে এ রোগটি বেশী হয়।

রোগের লক্ষণ:

 • গাছের পাতার উপর পিঠে ছোপ ছোপ সাদা পাউডারের আস্তরণ দেখা যায়।
 • পরে সমস্ত পাতায় এই সাদা আস্তরণ ছড়িয়ে পড়ে
 • পাতার বিকৃতি ঘটে
 • কচি ফুল ও কলিতেও সাদা রংগের পাউডারের মত লেগে থাকে
 • পরবর্তীতে সমস্ত গাছ আক্রান্ত হয়
 • ফলে পাতা ও ফুল ঝড়ে যায়।

রোগের প্রতিকার:

 • রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে।
 • আক্রান্ত পরিত্যক্ত অংশ পুড়ে ফেলতে হবে
 • রোগের প্রকোপ কম হলে দ্রুত বেগে পানি স্প্রে করেও দমন করা যায়
 • সোডিয়াম বাইকার্বোনেট (যেমন-বেকিং সোডা) ১ লিটার পানিতে ৫ গ্রাম হারে  মিশিয়ে ৭-১০ দিন পর পর ৩-৫ বার স্প্রে করতে হবে।
 • রোগ দেখা মাত্রই সালফার জাতীয় ছত্রাকনাশক (যেমন-থিয়োভিট ৮০ ডব্লিউজি বা কুমুলাস ডিএফ) ১ লিটার পানিতে ২ গ্রাম হারে অথবা প্রোপিকোনাজোল (যেমন-টিল্ট ২৫০ ইসি) ১ লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

==================================
লেখক:-উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই
শিবগঞ্জ, বগুড়া।
Mobile No. 01911-762978; 01558-313632; 01673-632486.
E-mail: ;