Wednesday, 15 August 2018

 

গাঁদার Leaf spot রোগের বিস্তারিত

ড. কে, এম, খালেকুজ্জামান: বাংলাদেশে বিভিন্ন উৎসবে গাঁদা ফুলের কদর ব্যাপকতা অনেক। বিশেষ করে বিয়ের সময় গায়ে হলুদ অনুষ্ঠানে এ ফুলটি ছাড়া চলেই না। তাই কৃষি অর্থনীতিতে এ ফুলের গুরুত্ব অনেক। তাই ফুল চাষীদের গাঁদা চাষে বিভিন্ন রোগবালাই সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি বলে মনে করেন বিশিষ্ট এ উদ্ভিদ বিজ্ঞানী। এগ্রিলাইফ২৪ ডটকমের সম্মানিত পাঠকদের জন্য আজ থাকছে গাঁদার (Leaf spot) রোগের বিস্তারিত।

গাঁদার পাতার দাগ (Leaf spot) রোগটি সারকোস্পোরা এসপি. (Cercospora sp.) নামক ছত্রাক দ্বারা রোগ হয়ে থাকে। গাছের পরিত্যক্ত অংশে জীবানু বেঁচে থাকে এবং এর মাধ্যমে রোগের বিস্তার ঘটে।

রোগের লক্ষন:

  • যে কোন বয়সের গাছে এ রোগ হতে পারে।
  • সাধারনত: ফুল ও কলি অবস্থায় এর প্রকোপ বেশী হয়।
  • পাতার উপর হালকা সবুজ ধরণের দাগ পড়ে যা পরবর্তীতে ধূসর রং ধারণ করে
  • পরবর্তীতে একাধিক দাগ একত্রিত হয়ে পাতা ঝলসে যায়
  • ফুলের কলির ডাটা আক্রান্ত হলে কলি ভেঙ্গে যায়
  • গাছ দূর্বল হয়ে পড়ে
  • বেশী আক্রান্ত গাছের পাতা ঝরে পড়ে।

রোগের প্রতিকার:

  • গাছ অনুমোদিত রোপন দুরত্ব ব্যবহার করতে হবে।
  • সুষম সার ব্যবহার করতে হবে যাতে করে গাছের ডালপালা বেশী না হয়
  • গাছে রোগ দেখা দিলে কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে অথবা প্রোপিকোনাজোল (যেমন-টিল্ট ২৫০ ইসি) ১ লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

=========================
লেখক:-উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই
শিবগঞ্জ, বগুড়া।
Mobile No. 01911-762978; 01558-313632; 01673-632486.
E-mail: ;