Wednesday, 15 August 2018

 

গাঁদার Botrytis blight রোগ সম্পর্কে জানুন

ড. কে, এম, খালেকুজ্জামান: ফুল গাছ লাগানো থেকে উৎপাদন পর্যন্ত যে কোন রোগে আক্রান্ত হতে পারে গাছ। এর ফলে ফুল চাষীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। কাজেই বানিজ্যিকভাবে ফুল চাষ করতে হলে ফুলচাষীদের নানা রকম রোগ ও তাদের প্রতিরোধে করণীয় জানতে হয়। এসব বিস্তারিত জানা থাকলে অতি সহজেই ফুলচাষীরা রোগসমূহকে মোকাবেলা করতে সক্ষম হবেন। কৃষি অর্থনীতিতে গাঁদার গুরুত্ব অনেক। তাই ফুল চাষীদের গাঁদা চাষে বিভিন্ন রোগবালাই সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি বলে মনে করেন বিশিষ্ট এ উদ্ভিদ বিজ্ঞানী। এগ্রিলাইফ২৪ ডটকমের সম্মানিত পাঠকদের জন্য আজ থাকছে গাঁদার বট্রাইটিস ব্লাইট (Botrytis blight)  রোগের বিস্তারিত।

গাঁদার বট্রাইটিস ব্লাইট (Botrytis blight) বট্রাইটিস সিনেরিয়া (Botrytis cinerea) নামক ছত্রাকের আক্রমনে হয়ে থাকে। ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া রোগ বিস্তারের অনুকুল আবহাওয়া। এসময় এ রোগের ব্যাপকতা বেড়ে যায়।

রোগের লক্ষণ:

  • ফুলের উপর ধূসর বর্ণের অসম দাগ পড়ে।
  • তারপর ফুলগুলো পচে যায় ও কালো হয়ে যায়
  • ফুলের ও কান্ডের পচা অংশের উপর ধূসর বর্ণে ছত্রাকের স্পোর দেখা যায়
  • ১-২ সপ্তাহের মধ্যেই গাছ মারা যায়।

রোগের প্রতিকার:

  • গাছের পরিত্যক্ত অংশ পুড়ে ফেলতে হবে।
  • রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে
  • আক্রান্ত গাছ বা অংশবিশেষ দ্রুত কেটে সরিয়ে ফেলতে হবে
  • জমিতে রোগ দেখা দিলে কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) প্রতি লিটার পানিতে ১.৫ গ্রাম হারে মিশিয়ে গাছে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

========================
লেখক:-উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই
শিবগঞ্জ, বগুড়া।
Mobile No. 01911-762978; 01558-313632; 01673-632486.
E-mail: ;