Wednesday, 15 August 2018

 

পানের ক্ষত বা পাতায় দাগ (Anthracnose) রোগ

ড. কে, এম, খালেকুজ্জামান:পানের ক্ষত বা পাতায় দাগ (Anthracnose) রোগটি কোলেটোট্রিকাম পাইপারিস (Colletotrichum piperis) নামক ছত্রাকের আক্রমনে এ রোগ হয়ে থাকে। বাতাসে আর্দ্রতা বেশী থাকলে দ্রুত রোগ বাড়ে।

রোগের লক্ষণ:

 • প্রথমে পাতায় বিক্ষিপ্তভাবে ছোট ছোট ফোস্কার মত অসম দাগ পড়ে।
 • দাগগুলো কিনারা থেকে ভিতরের দিকেই বেশি দেখা যায়
 • দাগগুলি হালকা বাদামী থেকে গাঢ় বাদামী হয় এবং চারিদিকে হলুদ বর্ণের হয়
 • দাগগুলো ক্রমশ বড় হতে থাকে। অনেক গুলো দাগ এক সঙ্গে মিলিত হয়ে বড় দাগ বা ক্ষতের সৃষ্টি করে
 • পরে প্রতিটি দাগের মাঝখানে কালো ও চারিপাশে হলুদ বর্ণ ধারণ করে
 • দাগগুলির মাঝখানটা শুকিয়ে যায় এবং সমগ্র পাতা নষ্ট হয়ে পড়ে
 • বেশী দাগ হলে পাতা খসে পড়ে।

রোগের প্রতিকার:

 • রোগাক্রান্ত লতা-পাতা বরজ হতে তুলে পুড়ে করতে হবে।
 • নতুন বাগানের জন্য রোগমুক্ত লতা রোপণ করতে হবে
 • রোগ প্রতিরোধী জাত বারি পান-১ ও বারি পান-২ চাষ করতে হবে
 • বরজে রোগ দেখা দিলে প্রোপিকোনাজোল (যেমন-টিল্ট ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে গাছে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

====================================
লেখক:-উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই
শিবগঞ্জ, বগুড়া।
Mobile No. 01911-762978; 01558-313632; 01673-632486.
E-mail: ;