Wednesday, 15 August 2018

 

শ্রীপুরে “দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অফিস স্টাফ প্রশিক্ষণ-২০১৮”-শীর্ষক কর্মশালা থেকে শুরু

এগ্রিলাইফ২৪ ডটকম:সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প (ফেজ-১)-এর অর্থায়নে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার, শ্রীপুর, গাজীপুরে “দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অফিস স্টাফ প্রশিক্ষণ-২০১৮”-শীর্ষক ৩ দিন ব্যাপী এক কর্মশালা গত ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে।

প্রশিক্ষণের ১ম দিনে জাতীয় শুদ্ধাচার কৌশল (NIS)-বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন তুলা উন্নয়ন বোর্ড, খামারবাড়ি, ঢাকা-এর উপ-পরিচালক (সঃদঃ) জনাব ড. মোঃ তাসদিকুর রহমান। আজ ৫ এপ্রিল কর্মশালাটি সমাপ্ত হবে।