Thursday, 16 August 2018

 

বাকৃবিতে আমন ধান রোপন

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি►বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে বুধবার আমন ধান রোপনের শুভ উদ্ভোধন করা হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে খামার ব্যবস্থাপনা শাখার একটি জমিতে আমন ধান রোপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর। সেসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, কৃষি অনুষদের ডীন অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, প্রধান খামার তত্ত্বাবধায়ক ড. মুহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত প্রক্টর অদ্যাপক ড.মো. আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, এ বছর খামার শাখার তত্ত্বাবধানে ১৮০ একর জমিতে আমন ধান রোপন করা হবে। এ শাখা ২০১৪-১৫ অর্থ বছরে আমন ধান, গম ও বোরো ধান মিলেয়ে সর্বমোট ৫৫৭ মেট্রিক টন শস্য উৎপাদন করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন আয় হিসেবে ৩৩ লক্ষ টাকা জমা দিয়েছে। সর্বশেষ  ২০১৫-১৬ অর্থ বছরে খামার শাখা ১ কোটি সাড়ে ৩৪ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় কোষাগারে জমা দিয়েছে। এটিই ছিল বিগত বছর সমূহের মধ্যে সর্ব্বোচ্চ।