Monday, 23 July 2018

 

সন্ত্রাস দম‌নে মাঠ পর্যা‌য়ে কৃষকের করনীয় ও রোপা অাম‌নে পার্চিং স্থাপ‌নে উদ্বুদ্ধকরন সভা

ফরহাদ অাহমদ,গাজীপুর থেকে:৩০ আগস্ট মঙ্গলবার গাজীপুর সদর উপ‌জেলার জাঝর ব্ল‌কে সং‌শ্লিষ্ট উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা জনাব মোঃইউনুস সিকদারের ঐকা‌ন্তিক প্র‌চেষ্টায় এবং উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসের সহ‌যো‌গিতায় ''সন্ত্রাস দম‌নে মাঠ পর্যা‌য়ে কৃষ‌কের করনীয় ও রোপা অাম‌নে পা‌র্চিং স্থাপ‌নে উদ্বুদ্ধকরন সভার অা‌য়োজন করা হয়।

 

এতে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদরের উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মোছাঃ শারমীন অাক্তার।‌এছাড়া বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন বীর মু‌ক্তি‌যোদ্ধা জনাব মোঃঅাক্তারুজ্জামান, সহকারী কৃ‌ষি সম্প্রসারন কর্মকর্তা, সদর,গাজীপুর।

অ‌া‌রো উপ‌স্থিত ছি‌লেন জনাব ফরহাদ অাহমদ, জনাব মোঃ রিয়াজ উ‌দ্দিন মোল্ল্যাহ, উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা সহ প্রায় ৬০জন কৃষক।