Saturday, 21 April 2018

 

হরিণাকুন্ডু উপজেলায় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

এগ্রিলাইফ২৪ ডটকম:৮ আগস্ট বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বারি সরিষা ১৪ জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরা পারভীন, উপজেলা কৃষি অফিসার মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রদীপ কুমার হালদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব বেল্লাল হোসেন, এসএপিপি জনাব মনিশংকর বিশ্বাস ও এসএএও পৌরসভা ব্লক জনাব শফিকুর রহমান।

এই কর্মসূচীর আওতায় অত্র উপজেলায় ৩০০ জন কৃষক সরিষা, ৩৭০ জন কৃষক ভূট্টা, ৭০ জন কৃষক তিল ও ১৭০ জন কৃষক মুগের বীজ ও সার পাবেন, প্রত্যেক কৃষক এক বিঘার জন্য উপকরণ পাবেন।

ইউনিয়ন কমিটির অনুমোদিত কৃষক তালিকা যাচাই করে উপজেলা কমিটির অনুমোদন নিয়ে বীজ সার বিতরণ শুরু করা হয়।
""""""""""
কৃষিই সমৃদ্ধি