Sunday, 24 June 2018

 

গাজীপুর সদ‌রে কৃষক‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে স‌রিষা বীজ ও সার বিতরন

ফরহাদ অাহমদ গাজীপুর থেকে:বুধবার গাজীপুর সদর উপ‌জেলায় কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্তরের কৃষক প্র‌শিক্ষন কে‌ন্দ্রে খ‌রিপ-১ মৌসু‌মের বন্যায় ক্ষ‌তি পু‌ষি‌য়ে নেয়ার জন্য ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দের মা‌ঝে প্র‌নোদনা কর্মসূচীর অাওতায় স‌রিষা ফস‌লের বীজ ও সার বিতরন করা হয়।

এতে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মোঃ ইজাদুর রহমান মিলন, বি‌শেষ অ‌তি‌থি ছিলেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা কৃ‌ষি‌বিদ মোছাঃ শার‌মিন অাখতার।

জনাব মোহাম্মদ অাশরাফ উ‌দ্দিনের সভাপ‌তিত্বে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত কৃ‌ষি কর্মকর্তা, উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা, কৃষক ও সাংবা‌দিকবৃন্দ প্রমুখ।