রাজিবুর রহমান বাগমারা থেকে:রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নবান্ন উৎসবের যালি,আলোচন সভা ও ধান কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: জাকিরুল ইসলাম সান্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাজিবুর রহমান।
এ সময় সহকারী কমিশনার(ভূমি)আলমগীর হোসেন, অফিসার ইন চার্জ সেলিম হোসেন, শিক্ষা অফিসার আব্দুল জব্বারসহ উপসহকারী কৃষি কর্মকতাবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগন ও উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকসহ শতাধিক লোক উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভবানীগঞ্জ পৌরসভার জানিপুনে সকলে মিলে ধান কেটে উৎসব সম্পন্ন করা হয়।