Saturday, 21 July 2018

 

বাকৃবিতে পিঠা উৎসব

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার আমন ধান কাটা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে বিকেল সাড়ে ৩টার দিকে ধান কাটা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর।

খামার ব্যবস্থাপনা শাখার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. আবদুস সালামের সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী,  কৃষি অনুষদের ডীন অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক ড. লুৎফল হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির সহ দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর খামার শাখার তত্ত্বাবধানে ১৮০ একর জমিতে আমন ধান রোপন করা হয়েছিল। এ শাখা এ পর্যন্ত ১ কোটি ৩৪ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দেয়।