Thursday, 19 July 2018

 

মীরসরাইয়ে এজি ফুডস্ এর ১৯তম আউটলেটটির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, এগ্রিলাইফ২৪ ডটকম:বন্দর নগরী চট্রগ্রামের এজি ফুডস্ এর ১৯তম আউটলেটটির বর্ণাঢ্য যাত্রা শুরু হলো। ২০ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ব্যস্ততম উপজেলা মীরসরাইয়ের বারইয়ারহাটে গ্রীন টাওয়ারে এর উদ্বোধন করেন এজি এগ্রোর ব্র্যান্ড এম্বাসেডর ডা.এজাজ। এ সময় ফ্রাঞ্চাইজি জনাব আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এজি ফুডস্ এর সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) মোঃ রফিকুল আলম খান (জিমি) এগ্রিলাইফ২৪ ডটকমকে জানান Grand Opening উপলক্ষে মাসব্যাপি তারা বিশেষ উপহার ও মূল্য ছাড় দিচ্ছেন। এছাড়া এজি ফুডস্ এর ফ্রাঞ্চাইজ নিতে চাইলে নিম্নের নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন বলে জানান জি ফুডস্ এর সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) মোঃ রফিকুল আলম খান (জিমি)।
যোগাযোগের নং-০১৭৭৭৭-১৯১৭২, ০১৭৭৭৭-১৯১৭২