Tuesday, 17 July 2018

 

উত্তর মুগদায় এজি এগ্রো ফুডস্ এর ২৮তম আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, এগ্রিলাইফ২৪ ডটকম:রাজধানীর জনবহুল উত্তর মুগদায় এজি এগ্রো ফুডস্ লিমিটেডের ২৮তম আউটলেটের যাত্রা শুরু হয়েছে। ১৭ মার্চ শুক্রবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র জনাব মো: সামছুল হুদা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (বিপণন) জনাব এ এম এম নুরুল আলম, সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) মোঃ রফিকুল আলম খান (জিমি), ফ্রাঞ্চাইজি জনাব জনাব মসিউর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার তাদের দোরগোড়ায় পৌছে দিতে এজি ফুডস্-এর এধরনের উদ্যোগকে উপস্থিত এলাকাবাসীরা স্বাগত জানিয়ে বলেন প্রানীজ পুষ্টির ঘাটতি মোকাবেলায় এজি এগ্রোর কার্যক্রম নি:সন্দেহে সমাজের জন্য ইতিবাচক।তাছাড়া আউটলেট তৈরীর মাধ্যমে এলাকার কিছু লোকের কর্মসংস্থান তৈরীর দৃষ্টান্তের কথাও বিশেষভাবে উল্লেখ করেন স্থানীয় সুধীজনরা।

আউটলেট সূত্রে জানা যায়, উদ্বোধন উপলক্ষ্যে চলবে বিশেষ ছাড়। ৩০০ টাকা বা তার বেশি মূল্যের ফ্রোজেন পণ্য কিনলেই প্রতিদিন প্রথম ২০ জন ভোক্তা পাবেন ক্যাপ অথবা টি-শার্ট। আবার ২০০ টাকা বা তার বেশি মূল্যের ফ্রাইড পণ্য কিনলেই প্রতিদিন পাবেন ১টি ৬০০/৫০০ মিলি কোক অথবা চাবির রিং। এ অফার স্টক থাকা পর্যন্ত চলবে। অপরদিকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ফ্রোজেন পণ্যের উপর ১০% এবং ফ্রাইড পণ্যের উপর ২০% পর্যন্ত মূল্য ছাড় পাবেন ক্রেতারা।
===================
এজি এগ্রো ফুডস্ এর ২৮তম আউটলেট
সিক্স ব্রাদার্স এন্টারপ্রাইজ
কমিশনার ভ্যালি, ১০৩, উত্তর মুগদা
ঢাকা