Saturday, 18 August 2018

 

লাকসামে এজি ফুডস্ এর ৩৪তম আউটলেটের শুভ উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশের অন্যতম ব্যবসায়িক জনপদ কুমিল্লার লাকসামে এজি ফুডস্ এর ৩৪তম আউটলেটের যাত্রা শুরু হয়েছে। উপজেলার ঢাকা-নোয়াখালী বাইপাস সড়কের, হাউজিং মসজিদ সংলগ্ন এলাকায় ১৯ এপ্রিল বুধবার বেলা ১২টায় এর শুভ উদ্বোধন করেন এজি ফুডস ব্র্যান্ড এম্বাসেডর ডা.এজাজুল ইসলাম। এসময় এজি ফুডস্ এর সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) মোঃ রফিকুল আলম খান (জিমি), লাকসাম কলেজের প্রফেসর জনাব আব্দুল হালিম, স্থানীয় পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক, ফ্রাঞ্চাইজি জনাব ওয়াহিদুর রহমান সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে প্রবাসী অধ্যুষিত এ এলাকায় এমন সুন্দর একটি ফুড আউটলেট পেয়ে ভোক্তারা এজি ফুডস্ কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন প্রক্রিয়াজাতকৃত খাদ্যের চাহিদা এ এলাকায় ব্যাপক সেদিক থেকে স্বাস্থ্যসম্মত এসব খাবার তাদের প্রতিদিনের চাহিদা পূরণে সহায়ক হবে।। কর্ম সংস্থানের পাশাপাশি নিরাপদ পুষ্টির চাহিদা মেটাতে তাদের এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান।

আউটলেট সূত্রে জানা যায়, উদ্বোধন উপলক্ষে চলবে বিশেষ ছাড়। ৩০০ টাকা বা তার বেশি মূল্যের ফ্রোজেন পণ্য কিনলেই প্রতিদিন প্রথম ২০ জন ভোক্তা পাবেন ক্যাপ অথবা টি-শার্ট। আবার ২০০ টাকা বা তার বেশি মূল্যের ফ্রাইড পণ্য কিনলেই প্রতিদিন পাবেন ১টি ৬০০/৫০০ মিলি কোক অথবা চাবির রিং। এ অফার স্টক থাকা পর্যন্ত চলবে।

এছাড়া বৈশাখী উৎসব উপলক্ষে রয়েছে গিফট ভাউচার। যেখানে বৈশাখ মাস জুড়ে সকল ফ্রোজেন পণ্যের উপর ১০% এবং ফ্রাইড পণ্যের উপর ২০% পর্যন্ত মূল্য ছাড় পাবেন ক্রেতারা।

ফ্রাঞ্চাইজি ঠিকানা
===========
ফ্যামিলি নিডস্
ঢাকা-নোয়াখালী বাইপাস সড়কের (হাউজিং মসজিদ সংলগ্ন)
লাকসাম, কুমিল্লা
মোবাইল:-০১৭৩৬-২২৫৭৬৬