Saturday, 18 August 2018

 

রংপুরে এজি ফুডের ৩৫তম আউটলেট উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম:গত ২৪ এপ্রিল সোমবার রংপুরের ধাপ, ক্যান্টনমেন্ট রোড (শাহান ইন্টারন্যাশনাল স্কুল, ক্যাম্পাস-২ এর পাশে) এজি ফুডের ৩৫তম আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে। এর উদ্বোধন করেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও এজি ফুড লি: এর ব্র্যান্ড এম্বাসেডর ডা. এজাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন এজি ফুডস্ এর সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) মোঃ রফিকুল আলম খান (জিমি), ফ্রাঞ্চাইজি মো: হারুন অর রশীদ এবং এজি ফুড লি: এর উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ আউটলেটের  মাধ্যমে ভোক্তারা এজি ফুডের চিকেন ফ্রাই (স্পাইসি, ক্রিস্পি), চিকেন সমুচা, চিকেন সিংগারা, চিকেন পরোটা, চিকেন পুরি, চিকেন বল, চিকেন সসেজ, চিকেন নাগেট, স্প্রিং রোল, ফ্রাইড রাইচ, চিকেন পপকর্ন, চিকেন কাটলেট স্বাদ উপভোগ করতে পারবেন। এছাড়া এ আইটেম গুলো আউটলেটে বসে খাবার পাশাপাশি  ক্রেতারা বাসায় নিয়ে ভেজে খেতে পারবেন বলে জানিয়েছেন ফ্রাঞ্চাইজি মো: হারুন অর রশীদ।

উল্লেখ্য এজি ফুড, আহসান গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।