Saturday, 21 July 2018

 

ফাস্ট ফুড জাতীয় খাদ্যে ১৫% ভ্যাটের সাথে অতিরিক্ত ১০% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব

এগ্রিলাইফ২৪ ডটকম ডেস্ক::ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বার্গার, স্যান্ডউইচ, হট ডগ, পিৎজাসহ ফাস্ট বা জাঙ্ক ফুড জাতীয় খাদ্যে ১৫ শতাংশ ভ্যাটের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্ক (স্থানীয় পর্যায়ে উৎপাদিত) আরোপের প্রস্তাব করা হয়েছে। ভ্যাটের সঙ্গে অতিরিক্ত এ সম্পূরক শুল্কের কারণে এসব পণ্যের দাম বেড়ে যাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপরোল্লিখিত প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী মুহিত বলেন, এর আগে শিশু-কিশোর ও তরুণ সমাজের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে জাঙ্ক ফুডের ওপর অতিরিক্ত কর আরোপ করার আশ্বাস দিয়েছিলাম। সে কারণে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফাস্টফুড বা জাঙ্ক ফুড জাতীয় খাবার যেমন, সব ধরনের বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ ও পিৎজায় স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্কারোপের প্রস্তাব করছি। এ প্রস্তাবের কারণে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে।