Tuesday, 21 August 2018

 

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় এজি ফুডের ৫৪ তম আউটলেটের যাত্রা শুরু

এগ্রিলাইফ২৪ ডটকম:ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সচেতন ভোক্তাদের মাঝে পোল্ট্রিজাত খাবার পৌঁছে দিতে আজ ১৭ জানুয়ারী রোজ বুধবার বিকেল ৪ টায় উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় এজি ফুডের ৫৪ তম আউটলেটের যাত্রা শুরু হয়েছে। আউটলেটটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসবার সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম (নয়ন), স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জনাব আলী আসগর চৌধুরী, এজি ফুড-এর মহাব্যবস্থাপক (বিপণন) জনাব এ এম এম নুরুল আলম, ফ্রাঞ্চাইজ জনাবা সৈয়দা আফরা ওয়াসিমা, মো: মবিনুল ইসলাম এজি ফুডের উর্ধতন কর্মকর্তবৃন্দসহ এবং স্থানীয় সুধীজন।

আউটলেটটির অন্যতম উদ্যোক্তা জনাবা সৈয়দা আফরা ওয়াসিমা এগ্রিলাইফ২৪ ডটকমকে জানান সময় বদলের সাথে সাথে মানুষের খাদ্যাভাসও বদলাচ্ছে। এসব দিক লক্ষ রেখেই তিনি এ ধরনের ব্যবসার প্রতি আগ্রহী হয়েছেন। তিনি মনে করেন ভোক্তাদের দোরগোড়ায় মানসম্পন্ন নিরাপদ পোল্ট্রি পণ্য পৌঁছে দিতে এ আউটল্টেটি কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনের সময় উপস্থিত স্থানীয় সুধীজনরা বলেন ভোক্তাদের মাঝে প্রক্রিয়াজাত পোল্ট্রির চাহিদা বাড়লেও তাঁরা বগুড়ায় এটির স্বাদ থেকে এতোদিন বঞ্চিত ছিলেন। তবে এজি ফুডের আউটল্টে চালু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তাঁরা মনে করেন ফুড সেফটির পাশাপাশি ফুড সিকিউরিটির ব্যাপারে সকলের সচেতনতা আরো বাড়ানো প্রয়োজন। নিরাপদ উপায়ে পোলট্রি উৎপাদন করলে মানুষের মাঝে পোল্ট্রির চাহিদা আরো বেড়ে যাবে এবং এদেশের প্রোল্ট্রি খাত ভবিষ্যতে আরো এগিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তারা।

এদিকে উদ্বোধন উপলক্ষে এ আউটলেটে থাকছে বিশেষ ছাড় যা চলবে আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত। এসময ক্রেতারা আকর্ষনীয় মূল্যে তাদের উৎপাদিত খাবারের স্বাদ নিতে পারবেন।

======================
ফ্রাঞ্চাইজি:চন্দ্রিমা ফুড।
মোবা: ০১৭৮৭৬৯২৫৩৩, ০১৭১১৩৬৩১৫৪
ঠিকানা: নুরুল হক মার্কেট, নামাজগড়, বগুড়া।