Wednesday, 15 August 2018

 

ময়মনসিংহে এজি ফুডের ৫৭ তম আউটলেটের শুভ উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম: বর্ণাঢ্য আয়োজনে আজ ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫ টায় এজি ফুডের ৫৭ তম আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে। ময়মনসিংহ শহরের ব্যস্ততম ষ্টেশন রোডে এ আউটলটেটি উদ্বোধন করেন এজি এগ্রো ফুডস লিমিটেডের এ্যাডাভাইজর প্রফেসর ড. নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে ফ্রাঞ্চাইজি জনাব শাহাদাতুল হক, এজি ফুডের সহকারি মহাব্যবস্থাপক (বিপনণ) মোঃ রফিকুল আলম খান (জিমি) সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধন উপলক্ষে এ আউটলেটে সীমিত সময়ের জন্য থাকছে বিশেষ ছাড়। এসময ক্রেতারা আকর্ষনীয় মূল্যে তাদের উৎপাদিত খাবারের স্বাদ নিতে পারবেন।এছাড়া এজি ফুডের পণ্য বহরে অন্যান্য খাবারের পাশাপাশি সম্প্রতি যোগ হওয়া chicken Bologna, chicken strick kabab-এর স্বাদ মিলবে এসব আউটলেটগুলিতে।
--------------------------
এজি ফুডের ৫৭ তম আউটলেটের ঠিকানা
M.S.ENTERPRISE.
Station Road, Mymenshingh.
Mob: 01716163240.
Opposite to Shuchana Shopping Complex.