Wednesday, 26 September 2018

 

রাবি মহিলা ক্লাবের পিঠা উৎসব-২০১৮ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের আয়োজনে পিঠা উৎসব-২০১৮ গত শুক্রবার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ক্লাব সদস্যদের তৈরি বাংলার ঐতিহ্যবাহী রকমারী পিঠা-পুলি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা উপস্থিত ছিলেন। সেখানে অন্যান্যের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, জনংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ক্লাবের বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করা হয়। ক্লাবের সভাপতি মনোয়ারা সোবহান ও সহ-সভাপতি রমা পোদ্দার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাগাডুলি, লুডু (একক ও দ্বৈত), দাবা, তাস ও ক্যারাম (একক ও দ্বৈত)সহ অন্যান্য বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

ক্লাবের সম্পাদিকা রেবেকা আসাদ এর সঞ্চালনায় পিঠা উৎসবের সার্বিক সমন্বয় করেন ক্লাবের কোষাধ্যক্ষ শরিফা জাকারিয়া।