Friday, 21 September 2018

 

অনিবার্যকারণবশত “নারিশ প্রিমিয়ার লীগ” ফুটবলের ফাইনাল খেলাটি স্থগিত

এগ্রিলাইফ২৪ ডটকমক:অনিবার্যকারণে নারিশ পোল্ট্রির আয়োজনে শুরু হওয়া “নারিশ প্রিমিয়ার লীগ” ফুটবলের ফাইনাল খেলাটি স্থগিত করেছে কর্তৃপক্ষ। লীগ কমিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবু আজ বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬:০০টায় এগ্রিলাইফ২৪ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাইনাল খেলাটি আগামীকাল ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬:০০টায় রাজধানীর ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের তারিখ ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে বলেও জানান রফিকুল ইসলাম বাবু।