Saturday, 18 August 2018

 

‘নিউজ প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশ’ এনপিএসবি-এর ষষ্ঠ এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি দেওয়ান সাঈদুল হাসান ও সাধারণ সম্পাদক রেহানা পারভীন পুন:নির্বাচিত
এগ্রিলাইফ২৪ ডটকম, ডেস্ক:সরকারী ও বেসরকারি সকল টেলিভিশন ও বেতারের নিউজ প্রেজেন্টারদের একমাত্র রেজিষ্টার্ড সংগঠন নিউজ  প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এনপিএসবি)-এর ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২১ এপ্রিল ২০১৭ শুক্রবার বেলা ১২.৩০ মিনিটে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনপিএসবি-এর সভাপতি দেওয়ান সাঈদুল হাসান।

আলোচ্যসূচি অনুযায়ী সোসাইটির সাধারণ সম্পাদক রেহানা পারভীন ৫ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও বার্ষিক প্রতিবেদন  পেশ করেন। আয়-ব্যয়ের হিসাবের নিরীক্ষিত প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ তারানা আজিজ খান। কার্যবিবরণী অনুমোদনের জন্য প্রস্তাব করেন বহির্বিশ্ব কার্যক্রম বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খান এবং সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এটি অনুমোদিত হয়।

এরপর সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের হিসাবের নিরীক্ষিত প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। মধ্যাহ্ন ভোজের বিরতির পর বিকেলে ২০১৭-২০১৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সভাপতি  দেওয়ান সাঈদুল হাসান (বাংলাদেশ টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক রেহানা পারভীন (বাংলাদেশ টেলিভিশন) বিনা প্রতিদ্বন্ধিতায় পুন:নির্বাচিত হয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি