Thursday, 20 September 2018

 

Orion Pharma-'র এগ্রোভেট ডিভিশনের সফল পরিবেশকদের থাইল্যান্ড ভ্রমন

এগ্রিলাইফ২৪ ডটকম:Orion Pharma Ltd-এর এগ্রোভেট ডিভিশনের উদ্যোগে তাদের সফল পরিবেশকরা সম্প্রতি থাইল্যান্ড ভ্রমন করে এলেন। ৩ দিনের এই সফরকালে ২০ জন সফল পরিবেশকদের নেতৃত্ব দেন ওরিয়ন ফার্মার এগ্রোভেট ডিভিশনের (হেড অব সেলস্) ডা. মো: জসিম উদ্দিন ।

ভ্রমনকালে তারা থাইল্যান্ড এর পাতায়া বীচ ও পাতায়া বীচ থেকে স্পীড বোটে কোরাল দ্বীপ সহ নানা পর্যটন স্পট ভিজিট করেন। কোরাল দ্বীপে যাওয়ার সময় তারা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে দেখে মুগ্ধ হন। তাদের স্পীড বোটের ভ্রমন ছিল রোমাঞ্চকর আনন্দের, অনুভুতি ছিল অসাধারন। ভ্রমন থেকে ঘুরে এসে এমনটাই জানালেন পরিবেশকরা। অত্যন্ত উপভোগ্য ভ্রমন শেষে তারা সুস্থ শরীরে দেশে ফিরেন।

প্রসঙ্গত:প্রতিবছর Orion Pharma Ltd এর এগ্রোভেট ডিভিশন তাদের সফল পরিবেশকদের নিয়ে বিদেশ ভ্রমন করে থাকেন।