Sunday, 23 September 2018

 

এজি জিপি-তে যোগ দিলেন সোয়াত চারোয়েনসানদোরান

এগ্রিবিজনেস কম্যুনিটি ডেস্ক:সোয়াত চারোয়েনসানদোরান এজি জিপি লি.-এর কনসালটেন্ট হিসেবে ০৮ নভেম্বর ২০১৭ থেকে যোগদান করেছেন। এজি জিপি লি.-এ যোগ দেয়ার পূর্বে তিনি বিভিন্ন দেশের প্যারেন্ট স্টক এবং গ্রান্ড প্যারেন্ট স্টক ফার্ম সফলতার সাথে পরিচালনা করে এসেছেন। উল্লেখ্য যে এজি জিপি লি. শ্রীঘই বাংলাদেশের বাজারে ইন্ডিয়ান রিভার ব্র্যান্ডের প্যারেন্ট স্টক উৎপাদন ও বিপনণ করবে।-সংবাদ বিজ্ঞপ্তি