Tuesday, 25 September 2018

 

এজি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর রংপুর ডিপো ও আঞ্চলিক অফিসের যাত্রা শুরু

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি এজি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর রংপুর ডিপো ও আঞ্চলিক অফিস এর যাত্রা শুরু হয়েছে। ডিপো ও আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক আলহাজ্ব মোক্তার আহম্মেদ (মোল্লা মাস্টার)।

এসময় আরো উপস্থিত ছিলেন এজি এগ্রো ইন্ডাঃ লিঃ এর জনাব মো: মোস্তাফিজুর রহমান, ম্যানেজার ফিস ফিড বিক্রয় ও বিপণন বিভাগ, কে.এম গোলাম রসুল, জোনাল ম্যানেজার, এজি এগ্রো ইন্ডাঃ লিঃ, সিহানুর রসিদ, এ.আর.এস.এম রংপুর রিজিওন, মোঃ মনোয়ার হোসেন, এ.আর.এস.এম দিনাজপুর রিজিওন ও অন্যান্য  কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সম্মানিত পরিবেশকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।