Thursday, 20 September 2018

 

"পাটশালা সম্মাননা-২০১৮"-তে ভূষিত হলেন এনামুল হক

এগ্রিলাইফ২৪ ডটকম:এক সময় জাতীয় অর্থনীতিতে পাটের অবদান ছিল প্রথমসারিতে। মোট রফতানি আয়ের ৯১ শতাংশ আসত পাট রফতানি থেকে। বর্তমানে সে আয় কমতে কমতে ২ শতাংশে এসে ঠেকেছে। এখন আবার কিছুটা বাড়তে শুরু করেছে। পাট আবার তার হারানো গৌরব ফিরে পাবে-সেই স্বপ্ন সবার। বিশ্বে বছরে ৫০০ বিলিয়ন শপিং ব্যাগের চাহিদার সুযোগ কাজে লাগাতে পাটের পলিথিন রফতানির পরিকল্পনা করছে সরকার।

এসব কিছু বিবেচনা করে মঙ্গলবার ১০ এপ্রিল রাজধানীতে পাটবিষয়ক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান 'পাটশালা' বিশ্বসাহিত্য কেন্দ্রে পাটের আড্ডা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পাট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফ্রুটস্ বাংলাদেশের প্রধান নির্বাহি জনাব এনামুল হক "পাটশালা সম্মাননা-২০১৮"-তে ভূষিত হন।। অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম এমপি’র হাত থেকে তিনি এ "পাটশালা সম্মাননা-২০১৮" গ্রহন করেন।