Tuesday, 21 August 2018

 

এ্যাম্পল এনিমেল কেয়ারে লোক নিয়োগ

এগ্রিলাইফ২৪ ডটকম:এনিম্যঅল হেলথ্ সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান এ্যাম্পল এনিমেল কেয়ার। প্রতিষ্ঠানটি ইটালি, নেদারল্যান্ড, বেলজিয়াম, কোরিয়া এবং মালয়েশিয়ার নামীদামি কোম্পানী থেকে ফিড এডিটিভস, নিউট্রিশিনাল সাপ্লিমেনট এবং মেডিসিন অত্যন্ত সুনামের সাথে বাজারজাত করে যাচ্ছে।

দেশব্যাপী বিপনণ কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষে এ্যাম্পল এনিমেল কেয়ার নিম্নে উল্লেখিত পদে জবাবদিহিতা, স্বচচ্বতা ও নৈতিকতায় বিশ্বাসী লোকবল নিয়োগ করবে।

পদের নাম  শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা অভিজ্ঞতা
সেলস ম্যানেজার (ইন্সটিটিউট) বিএসসি/ডিভিএম/এনিমেল হাজবেন্ড্রী ২ জন ২-৩ বছর
সেলস ম্যানেজার (ঢাকার বাইরে) বিএসসি/ডিভিএম/এনিমেল হাজবেন্ড্রী ৬ জন ২-৩ বছর
টেকনিকাল সার্ভিস ম্যানেজার এনিমেল হাজবেন্ড্রী ১ জন ২-৩ বছর
মার্কেটিং অফিসার গ্রাজুয়েট ১০ জন ২-৩ বছর
এইচ আর এক্সিকিউটিভ গ্রাজুয়েট ১ জন (মহিলা) ১-২ বছর
ষ্টোর কিপার এইচ এস সি (ব্যবসায় শিক্ষা) ১ জন ১-২ বছর

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে।

আগ্রহীদের আগামী ২৫ জুলাই ২০১৬ তারিখের মধ্যেম বায়োডাটা, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি নিম্ন ঠিকানায় কুরিয়ার সার্ভিস অথবা ই-মেইলের মাধ্যমে প্রেরণ করার অনুরোধ করা যাছে।

অফিস ঠিকানাঃ বাড়ী নং# ১১(৪র্থ ফ্লোর), রোড নং# ৩৫, সেক্টর নং# ০৭, উত্তরা, ঢাকা-১২৩০
E-mail: