Monday, 23 July 2018

 

মালয়েশিয়া ভ্রমনে গেলেন শ্রেষ্ঠ ফিড লিমিটেডর সম্মানিত ডিলারগন

এগ্রিলাইফ২৪ ডটকম: শ্রেষ্ঠ ফিড লিমিটেডর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরেই দ্বিতীয় বারের মত সম্মানিত ডিলারগন ৭ দিনের ভ্রমনে মালয়েশিয়া গেলেন। ১০ আগষ্ট রাতে শ্রেষ্ঠ ফিড লিমিটেডর পক্ষ থেকে নৈশ্য ভোজের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সম্মানিত ডিলারদের হাতে বিমানের টিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রেষ্ঠ ফিড লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জনাব মো: মাহবুবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ ফিড লিমিটেডর ডিএমডি কৃষিবিদ জনাব ইউনুছ আলী, ডা: মো: মঞ্জুরুল হক মজুমদার জেনারেল ম্যানেজার- কাস্টমার রিলেশনশীপ ডেভেলপমেন্ট ও জনাব নাজমুল হক কনসালটেন্ট-(বিক্রয়)।

৭ দিনের ভ্রমনে কোম্পানির পক্ষ থেকে সফর সঙ্গী হয়েছেন জনাব ডা: আবুল খায়ের, জেনারেল ম্যানেজার-টেকনিক্যাল সার্ভিস, জনাব ডা: কাওছার আহমেদ, এজিএম-বিক্রয় ও জনাব ডা: খালিদ হোসাইন এএম-টেকনিক্যাল সার্ভিস।

কোম্পানির পক্ষ থেকে যে সকল ডিলারগন মালয়েশিয়া ভ্রমনে গেলেন তারা হলেন:
১.লাবিবা ট্রেডার্স এর প্রোপ্রাইটর জনাব আক্তারুজ্জামান
২.সেবা পোল্ট্রি ফিড এর প্রোপ্রাইটর জনাব ডা: নিজামুল ইসলাম (মিন্টু)
৩.এভারগ্রিন পোল্ট্রি ফিড এর প্রোপ্রাইটর জনাব মিজানুর রহমান (মিলন)
৪.অপু পোল্ট্রি ফিড এর প্রোপ্রাইটর জনাব আবুল কালাম আজাদ
৫.হালিমা এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর জনাব মো: মাহমুদুর রহমান
৬.তালুকদার পোল্ট্রি ফিড এর প্রোপ্রাইটর জনাব মো: হাবিব তালুকদার
৭.অনিক পোল্ট্রি ফিড  এর প্রোপ্রাইটর জনাব মো: মনিরুল ইসলাম

উল্লেখ্য শ্রেষ্ঠ ফিড লিমিটেড দেশের প্রাণিসম্পদ সেক্টরে মানসম্পন্ন ফিড বিপনন এবং কাষ্টমার সার্ভিসের মাধ্যমে ইতিমধ্যেই খামারীদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে।