Sunday, 24 June 2018

 

বিনামূল্যে স্মার্টফোন পাবেন কৃষাণীরা

এগ্রিলাইফ২৪ ডটকম, ডেস্ক:স্মার্টফোনের মাধ্যমে নিজেদের উৎপাদিত পণ্যের বিপণন করতে এবং আধুনিক সুবিধায় নিজেদের পণ্য সঠিক মুল্যে সাধারণের কাছে পৌঁছে দিতে দেশের কৃষকদের তথ্যপ্রযুক্তিতে উন্নয়ন করতে চায় সরকার। এজন্য কৃষাণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে তাদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার কথা বলেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, দেশে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পায় না। আবার খুচরা পর্যায়ে সেই পণ্যের দাম অনেক বেড়ে যায়।

ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ই-শপ স্থাপনের কাজ শুরু করে সরকার কৃষকদের নায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থাও করতে যাচ্ছে। এর জন্য ৬৪ জেলায় এক হাজার উদ্যোক্তা তৈরির কাজ করা হচ্ছে বলে জানান জুনাইদ আহমেদ পলক।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থপন করেন ওক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রিয় দর্শনী অভি।

বেসিস, অক্সফাম, নাগরিক সংহতি, মোনাস বিশ্ববিদ্যালয় ও প্রতীক এর যৌথ উদ‌্যোগে আয়োজিত ‘ডিজিটাল কনটেন্ট ফর ওমেন ইন এগ্রিকালচার’ শিরোনামের এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।