Saturday, 21 July 2018

 

ব্রয়লার ও লেয়ার ফিড উৎপাদনে সফলতার পর ভাসমান মাছের খাদ্য উৎপাদনে নজর দিয়েছে আরআরপি ফিড

কৃষি শিল্প ডেস্ক:ব্রয়লার ও লেয়ার ফিড উৎপাদনে সফলতার পর ভাসমান মাছের খাদ্য উৎপাদনে নজর দিয়েছে আরআরপি ফিড মিল। সে লক্ষ্যে পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলাডুলীতে শুরু হয়েছে আরআরপি ফিড মিলের ৩য় ইউনিটের কাজ। ঘণ্টায় ৫-৬ টন খাদ্য উৎপাদনের ক্ষমতাসম্পন্ন এ মিলে উৎপাদিত হবে ভাসমান ফিস ফিড। এছাড়া ক্রমবর্ধমান ব্রয়লার ফিডের চাহিদা মেটাতে একইসাথে ঈশ্বরদীর দাশুড়িয়া মোড়ে চলছে ৪র্থ ইউনিটের কাজ। এ ইউনিটে ঘন্টায় ১২-১৫ টন ব্রয়লার ফিড উৎপাদিত হবে।

উভয় ইউনিটের সব যন্ত্রপাতি সরবরাহ করবে চিকস এন্ড ফিডস লিমিটেড। দুই ইউনিটেই বর্তমানে পাইলিং এর কাজ শেষে কনস্ট্রাকশনের কাজ চলছে।

চীনের বিখ্যাত যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান FCM এর সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে নির্মিত হবে এ দুটি ফিড মিল। ইনটেক সেকশনে স্পেশাল ক্লিনিং ইউনিট থাকায় কাঁচামালে ময়লা/ধূলিকণা থাকলেও উৎপাদিত খাদ্যের গুণগতমান অটুট থাকবে। অন্যদিকে দুটি প্যাডল মিক্সচার ব্যবহার করায় মিক্সিং সিভি ৫ শতাংশেরও কম হবে। যার ফলে উন্নতমানের খাদ্য নিশ্চিত করা যাবে।
 
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুনসুর আলম বলেন, “চীনের বিখ্যাত যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান FCM, যন্ত্রপাতির গুনগতমান ও উন্নত সেবার কারণে সবার মন কেড়েছে। একদিকে এসব ফিড মিলে উৎপাদন ক্ষমতার বেশি খাদ্য উৎপাদিত হয়। অন্যদিকে যন্ত্রপাতি বিক্রির সাথে সাথে সম্পর্ক শেষ না করে যে কোন সমস্যায় চিকস এন্ড ফিডস এর প্রকৌশলী হাজির হয়ে যান। এছাড়া FCM এর প্রতিনিধি সবসময় বাংলাদেশে অবস্থান করায় বড় কোন সমস্যা হলেও খুব দ্রুতই তার সমাধান করা সম্ভব হয়। তাই এক্ষেত্রে FCM ও চিকস এন্ড ফিডস এর সেবা অতুলনীয়”।
 
উল্লেখ্য, ২০১৪ সালে ঘণ্টায় ৫ টন খাদ্য উৎপাদনে সক্ষম ম্যানুয়াল ফিড মিলের মাধ্যমে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান। যা উৎপাদনে আসে ২০১৫ সালে। সে বছরই অটো ডোজিং মেশিন সমৃদ্ধ ঘন্টায় ৭-৮ টন খাদ্য উৎপাদনে সক্ষম ২য় ইউনিট স্থাপন করে তারা। উভয় ইউনিটেই ব্রয়লার ও লেয়ার ফিড উৎপাদিত হয়। সব মিলিয়ে বাজারে প্রায় ১৩০০০-১৫০০০ টন খাদ্যের চাহিদা পূরণ করছে এ ফিড মিল। সবগুলো ইউনিটেই চিকস এন্ড ফিডস এর তত্ত্বাবধানে যন্ত্রপাতি সরবরাহ করেছে FCM।

এছাড়া সপ্তাহে ৫০-৬০ হাজার একদিনের মুরগির বাচ্চা উৎপাদনকারী ব্রিডার ফার্ম আছে তাদের। সম্প্রতি মালয়েশিয়ার বিখ্যাত কোম্পানি ASTINO এর আধুনিক কন্ট্রোল শেড স্থাপন করতে যাচ্ছে তারা। যার ফলে সপ্তাহে ১ লাখ ৫০ হাজার বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবে এ প্রতিষ্ঠান।

--চিকস্ এন্ড ফিডস্ নিউজ লেটারের সৌজন্যে