Tuesday, 21 August 2018

 

ছাতকে আমন ফসলে রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত

ডেস্ক:খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্প এর আওতায় সম্প্রতি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সদর ইউনিয়নের মাছুখালীতে আমন ফসলে রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব কে এম বদরুল হকজ।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ছাতক উপজেলায় আগাম বন্যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফসলের এ ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে আমনের ব্যাপক চাষাবাদ করতে হবে। ধান চাষাবাদের ক্ষেত্রে সঠিক সময়ে জমিতে চারা রোপণ অতি গুরুত্বপূর্ণ এবং এ কাজের জন্য বেশি শ্রমিকের প্রয়োজন হয়। ধানের চারা রোপণের এ ভরা মৌসুমে আমাদের ছাতক উপজেলায় ব্যাপকভাবে শ্রমিকের অভাব পরিলক্ষিত হয়। শ্রমিক স্বল্পতার দরুন কৃষক দেরীতে চারা রোপণ করতে বাধ্য হয়, ফলশ্রুতিতে আশানুরূপ ফলন না হওয়ায় শস্য উৎপাদন কমে যায়। এ কারণে আজকের এ মাঠ দিবসে রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তি ব্যবহার করে কিভাবে চারা রোপণ করে তা কৃষকভাইদের দেখার অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাখাওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, ছাতক, সুনামগঞ্জ; জনাব পংকজ কান্তি দেব, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট; জনাব আব্দুল হামিদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, ছাতক, সুনামগঞ্জ; জনাব শামীমুর রহমান চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, ছাতক, সুনামগঞ্জ; জনাব মোঃ সুহেব মাহমুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, ছাতক, সুনামগঞ্জসহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয় এ প্রযুক্তির ব্যবহারে উল্লেখযোগ্য সুবিধাসমূহ কিভাবে পাওয়া যায় তা কয়েক জন কৃষকের সাক্ষাৎকার নেন। আমন ফসলে রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠান পরিচালনা করেন জনাব আব্দুল হামিদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, ছাতক, সুনামগঞ্জ।

-কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে