Thursday, 23 November 2017

 

বাণিজ্যিক উৎপাদনে গেল দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ

কৃষি শিল্প ডেস্ক:দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। রোববার নরসিংদীর পলাশে অবস্থিত চরসিন্দুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপটির চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশারাফ খান, বর্তমান সংসদ সদস্য কামরুল আশরাফ খান, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম প্রমুখ।

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন উৎপাদিত কোমল পানীয়র মধ্যে রয়েছে- এনার্জি ড্রিংক ‘গুরু’, দেশবন্ধু কোলা, দেশবন্ধু লেমন, দেশবন্ধু ক্লাউডি লেমন, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, দেশবন্ধু জিরা পানি, দেশবন্ধু ম্যাংগো ড্রিংক এবং দেশবন্ধু লিচি ড্রিংক।

এছাড়াও দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ শিগগিরই চিপস, বিস্কুট, আটা, সুজি এবং ময়দা উৎপাদনে যাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।