Monday, 20 August 2018

 

কাঁঠালের ভাল ফলনে উন্নত হচ্ছে হবিগঞ্জের কৃষি অর্থনীতি

এগ্রিলাইফ২৪ ডটকম:কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর একটি ফল।এর চাষ বাড়ালে একই সাথে ফল এবং কাঠ পাওয়া যায়। এছাড়া কাঁঠাল গাছের পাতা থেকে শুরু করে কাঁঠালের প্রতিটি অংশ ব্যবহার করা যায় বলে অন্যান্য ফলের তুলনায় এটি লাভজনক। আর এ লাভজনক ফলের বাম্পার ফলন হয়েছে পাহাড় আর বনাঞ্চল ও হাওর অধ্যুষিত হবিগঞ্জ জেলায়।

কাঁঠালের ভাল ফলনে এলাকার কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটছে।এখানের পাহাড়ে উৎপাদিত কাঁঠাল কেমিক্যালমুক্ত হওয়ায়  দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা ভিড় জমাচ্ছেন।

জেলার নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার পাহাড়ি এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার কাঁঠাল বাজারে আসছে। হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারী বাজার বাহুবল উপজেলার মুছাই ও চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া। এখানের আড়তে প্রতিটি কাঁঠাল ৫০-২০০ টাকা পর্যন্ত নিলামের মাধ্যমে বিক্রি হয়।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর হবিগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার প্রায় ১৪ হেক্টর জমিতে কাঁঠালের উৎপাদন হয়েছে। উৎপাদনের পরিমাণ প্রায় ৯২৮৯ হাজার মেট্রিক টন।