Friday, 21 September 2018

 

বাকৃবিতে নদী অলিম্পিয়াড ১০ ডিসেম্বর

বাকৃবি প্রতিনিধি:‘জানবে যদি, জাগবে নদী’ এ স্লোাগানকে সামনে রেখে ‘রিভারাইন পিপল’ ও ‘সমকাল সুহৃদ সমাবেশ’-এর যৌথ উদ্যোগে ‘জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬’ এর ময়মনসিংহ বিভাগীয় প্রতিযোগিতা আগামী ১০ ডিসেম্বর শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের যে কোন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অলিম্পিয়াডে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সর্বমোট ২০০জন শিক্ষার্থী নিবন্ধন করার সুযোগ পাবেন। নিবন্ধনের স্থান- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কক্ষ নং-৪, টিএসসি-নীচতলা)। প্রতিদিন দুপুর ১২টা থেকে দুপুর ১টা এবং বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।

নদী অলিম্পিয়াডের বিস্তারিত জানতে ও নিবন্ধন সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের সমকাল প্রতিনিধি আহাদ আলম শিহাবের সাথে ০১৭৪০ ৯২২৮৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে।