Tuesday, 21 August 2018

 

ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের রেজিস্টেশন চলছে

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪ মার্চ (শুক্রবার) ময়মনসিংহ আঞ্চলিক জীব বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। তিনটি ক্যাটাগরিতে জুনিয়র ক্যাটাগরি (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি), সেকেন্ডারি ক্যাটাগরি (নবম ও দশম শ্রেণি), হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি (একাদশ ও দ্বাদশ শ্রেণি) অংশগ্রহণ করতে পারবেন।

রেজিস্টেশন কার্য সম্পন্ন  করতে কালের কন্ঠ শুভ সংঘের বন্ধুদের শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত নিদিষ্ট বুথে গিয়ে রেজিস্টেশন করার অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও যারা রেজিস্টেশন করতে চান তারা আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের আহবায়ক ও বাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম গোলাম সারওয়ারের সাথে যোগাযোগ করতে বলা হল। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্টেশন প্রক্রিয়া শেষ হবে। আগামী ২২ মার্চের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্টেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হচ্ছে। শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে রেজিস্টেশন করতে ০১৭৩৪৩৯৮৬৭৪  (মোর্শেদুল ইসলাম) এই নম্বরে যোগাযোগ করতে বলা হলো।