Tuesday, 17 July 2018

 

বাজেটে হাওর এলাকার প্রকৃত দুস্থ ও ক্ষতিগ্রস্তদের জন্য মাসে ৩০ কেজি চালের বিশেষ বরাদ্দ

এগ্রিলাইফ২৪ ডটকম:সাম্প্রতিক বন্যা ও দুর্যোগে হাওর এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত দুস্থ ও ক্ষতিগ্রস্তদের জন্য ৩ লক্ষ ৩০ হাজার পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদানের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

পাশাপাশি, মাসিকভিত্তিতে নগদ সহায়তা প্রদানের জন্য মোট ৫৭ কোটি টাকার বিশেষ বরাদ্দও ইতোমধ্যে প্রদান করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ইজিপিপি’র (Employment Generation Program for the Poorest) আওতায় ৯১ হাজার ৪৪৭ জন উপকারভোগীকে ৮২ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন।

এছাড়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঋণ আদায় স্থগিত, ক্ষতিগ্রস্ত কৃষকদের রেয়াতি হারে নতুন ঋণ প্রদান এবং ঋণ পুনঃতফশিলের সুবিধাও প্রদান করা হয়েছে বলে জানান তিনি।