Tuesday, 17 July 2018

 

নোবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কামরুল হাসান শাকিম,নোবিপ্রবি প্রতিনিধি:'আমি প্রকৃতির, প্রকৃতি আমার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ০৫ জুন ২০১৭ ক্যাম্পাসে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

পরিবেশ বিজ্ঞান ও দুর্র্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) যৌথভাবে এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন ও নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্র্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জয়ন্ত কুমার বসাক। এছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়।

র‌্যালি শেষে উপাচার্য প্রশাসনিক ভবনের সামনের চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।