Saturday, 21 July 2018

 

হাবিপ্রবিতে তুলার জলবায়ু ও জেনোটাইপের আন্তক্রিয়া বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ডা. মো. মোস্তাফিজুর রহমান রুবেল, হাবিপ্রবি প্রতিনিধি,:দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যেগে বৃহস্পতিবার সকাল ১০টায় আইআরটি’র সেমিনার কক্ষে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পিএইচডি ফেলো এম এম আবেদ আলী তুলার জলবায়ূ ও জেনোটাইপের আন্তক্রিয়া বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মিজানুর রহমান, পিএইচডি গবেষণার কো-সুপারভাইজার প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, সদস্য প্রফেসর ড. মো. হাসানুজ্জামান ও  দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নরেশ চন্দ্র বর্মন।  

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, প্রত্যেকটি গবেষণায়ই যথেষ্ট পরিমান শ্রম ও অর্থ ব্যয় হয় তাই প্রত্যেক গবেষকেরই উচিত যুগোপযুগী, প্রায়োগিক ও জনকল্যানমূলক গবেষণা করা। সেমিনারে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।