Saturday, 18 August 2018

 

নোবিপ্রবিতে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মিনার চত্বরে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, ছাত্র নির্দেশনা পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ ও দপ্তর প্রধানবৃন্দ।

আজ সকালে প্রশাসনিক ভবনের সামনে গোল চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে শহীদ মিনার চত্ত্বরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

বক্তব্যে তিনি নোয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মাদক, ইভটিজিং ও নকল মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেন।