Friday, 21 September 2018

 

সৌর বিদ্যুতচালিত ডাগওয়েল প্রদর্শণ করছে-বিএডিসি

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশে শুস্ক মৌসুমে পানির অভাবে ব্যাহত হয় শস্য চাষ। তাছাড়া যেসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নীচে সেখানে পানি সমস্যার কারণে দৈনন্দিন নানা কাজও ব্যাহত হয়ে থাকে। তবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এসব সমস্যা মোকাবেলায় প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে এ সমস্যা নিরসনে এগিয়ে এসেছে। ‘জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা ২০১৮’-এ বিএডিসির স্টলে এসব তথ্য জানা গেল

বৃষ্টির পানি সংগ্রহের মাধ্যমে যেসব এলাকায় পানির সমস্যা বিদ্যমান বিশেষ করে শুস্ক মৌসুমে হস্তচালিত নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করা সম্ভবপর হয় না  সেখানে এ প্রযুক্তিটি অত্যন্ত কার্যকর। ষ্টলে দায়িত্বরত কর্মকর্তারা আরো জানান এই ডাগওয়েলের পানি সৌর বিদ্যুতের মাধ্যমে উত্তোলণ করা সম্ভব। এই ডাগওয়েলের পানি সেচ, গৃহস্থালীর কাজে ও খাবার পানি হিসেবে ব্যবহার করা যায়।