Tuesday, 17 July 2018

 

পবিপ্রবিতে “Role of veterinarian in Global health” শীর্ষক সেমিনার শনিবার

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবিঃ পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Role of veterinarian in Global health” শীর্ষক সেমিনার আগামী ২০ আগষ্ট শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শনিবার সকাল ৯ টায় এ সেমিনার শুরু হবে।মেডিসিন সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড দিব্যেন্দু বিশ্বাস আজ এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের ব্যবস্থাপনায় এবং হেকেপ ,ইউজিসি, বিশ্ব ব্যাংক বাংলাদেশের অর্থায়নে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড মো শামসুদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর আ ক ম মোস্তফা জামান,প্রফেসর ড মো আব্দুর রশীদ, মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ড নীতীশ চন্দ্র দেবনাথ ,(ওয়ান হেলথ কো অর্ডিনেটর ,FAO .) ।সেমিনারে সভাপতিত্ব করবেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ড মো লালমদ্দিন মোল্লা ।

উক্ত সেমিনারে ভেটেরিনারি শিক্ষার উপর পেপার উপস্থাপন করবেন ডা মো মাকসুদুল হাসান হাওলাদার, প্রফেসর ড আ ন ম আমিনুর রহমান, প্রফেসর ড মো আবু হাদী নুর আলী খান ।